সংস্থার
HOME
About SEDO
SOCIAL & EDUCATIONAL DEVELOPMENT ORGANIZATION ( SEDO ) started its activities from January 27, 2010 with its own resource in a community of Jhenaidah District under the leadership of the present Founder & Executive Director Md. Khalilur Rahman and Founder & Advisor Dr. Mohammod Ullah Ph.D , Assistant Director, Ministry of Defence, Dhaka, Bangladesh. SEDO, the idea came out from the compatible youthful pin-up to assist the poor students and others underprivileged. It is a Non-Political, Non-Profit, Volunteer, Social Research, Human Welfare & Developmental Non Govt. Organization (NGO) steadfast to contribute and promote national development through upgrading the socio-economic condition of the disadvantaged and under-privileged poor communities of the society.
সোশ্যাল এন্ড এডুকেশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (সিডো) সামাজিক উন্নয়নের জন্য একটি অরাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী, সামাজিক গবেষণা, মানব কল্যাণ ও উন্নয়ন মূলক বেসরকারি সংস্থা। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সীমান্তবর্তী ঝিনাইদহ জেলায় সিডো সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ খলিলুর রহমান এবং সিডো সংস্থার প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা ড. মোহাম্মদ উল্লাহ পি-এইচ.ডি , সহকারী পরিচালক, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা, বাংলাদেশ এর নেতৃত্বে ঝিনাইদহ জেলায় ২৭ শে জানুয়ারী, ২০১০ খ্রি. থেকে কার্যক্রম শুরু করে।সিডো সংস্থা শুরুতে সামাজিক উন্নয়নের জন্য এবং বিভিন্ন সামাজিক সমস্যা হ্রাসকরণের জন্য জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। সিডো সংস্থা ২০১৬ খ্রি. থেকে আরও অগ্রগতির দিকে যাত্রা শুরু করেছিল। সিডো সংস্থা সমাজের পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য লিঙ্গ সমতা, শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, মানবাধিকার ও সুশাসনের ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে কাজ করে যাচ্ছে। বর্তমানে সিডো সংস্থা ঝিনাইদহ জেলায় সরকারের সহায়ক শক্তি হিসাবে সফলতার সাথে বিভিন্ন উন্নয়ন কর্মসূচী অব্যাহত রেখেছে।